ইনডোর প্লান্ট – ঘর সাজাতে গাছ

যান্ত্রিকতার যুগে শহরের ইট, কাঠ, পাথরের দেয়ালের কাছে আজ গাছেরা অসহায়। তবুও একটুখানি সবুজের ছোঁয়ায় মনকে সহজেই প্রশান্ত করতে অনেক বৃক্ষপ্রেমী মানুষ নিজের বাসার সামান্য খোলা জায়গায়, ছাদে কিংবা ঘরের ভেতরে গাছ লাগিয়ে থাকেন। ঘরের শোভা বাড়াতে গাছ তথা ইন্ডোর প্লান্ট এর আইডিয়া আপনার ঘরকে ভিন্ন রুপে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেয়ার এক অপূর্ব সুযোগ। কিন্তু বেশীরভাগ ক্ষেত্রেই গাছগুলো আলো বাতাস কিংবা যত্নের অভাবে মারা যায় বা সৌন্দর্য হারিয়ে ফেলে। অল্প পরিশ্রমে জেনে বুঝে ঘর সাজাতে গাছ লাগালে তা সহজেই মনোরম পরিবেশ এনে দিতে পারে আপনার গৃহকোনে। ঘর সাজানোর গাছ নিয়ে আজ আমরা এমন কিছু বিষয়েই জানবো।

ক্যাকটাস

ঘরের শোভা বাড়াতে ইনডোর প্লান্ট ক্যাকটাস

কাঁটাযুক্ত এই গাছটিও আপনি খুব সহজে ঘরে রাখতে পারেন। এটি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে আবার খুব বেশি যত্নেরও প্রয়োজন পড়ে না। নানা রকমের ক্যাকটাস কিনতে পাওয়া যায় নার্সারিগুলোতে। বারান্দা কিংবা জানলার পাশে খুব সহজে রেখে দিতে পারেন এই গাছটি।

জেসমিন বা বেলি

ঘরের শোভা বাড়াতে ইনডোর প্লান্ট জেসমিন বা বেলি

জেসমিন এমন একটি গাছ যা শরীর এবং মন উভয়কে সতেজ রাখে। এটি দুশ্চিন্তা দূর করে ভাল ঘুম নিশ্চিত করে। ঘরে এক কোণে জেসমিন গাছ লাগিয়ে রাখুন, এটি আপনার ঘর ঠাণ্ডা রাখবে।

আরও পড়ুন – কম খরচে ঘর সাজানোর উপায়

ফিগ প্ল্যান্ট

ঘরের শোভা বাড়াতে ফিগ প্লান্ট

আপনি জানেন কি এই গাছটি সিগারেটের তৈরি ধোঁয়ার বিরুদ্ধে কাজ করে? যারা ঘরে ধূমপান করেন, তাদের ঘরের বাতাস দূষণমুক্ত করার জন্য এই গাছটি বেশ কার্যকর। এটি কার্বন-ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড এবং অন্যান্য বিষাক্ত পদার্থ দূর করে থাকে।

স্নেক প্ল্যান্ট

ঘরের শোভা বাড়াতে ইন্ডোর স্নেক প্লান্ট

এটি আমাদের দেশে এক ধরণের পাতাবাহার নামে পরিচিত। গাছের আকৃতির সাথে সাপের অনেকটা মিল পাওয়া যায়। এটি বাতাস দূষণমুক্ত রাখে। আলো- অন্ধকার মেশানো পরিবেশে এই গাছ খুব সহজে রাখতে পারবেন।

স্পাইডার প্ল্যান্ট

ঘরের শোভা বাড়াতে ইন্ডোর স্পাইডার প্লান্ট

চিকন চিকন পাতার এই গাছটি ঘরের জন্য হতে পারে একটি আদর্শ গাছ। নিয়মিত পানি দিলে আর বারান্দায় রাখলেই এই গাছ সুন্দরভাবে বেড়ে ওঠে। সাদা আর সবুজের সংমিশ্রণের এই গাছটির পাতাগুলো চারিদিকে ছড়িয়ে থাকে বলে এটিকে স্পাইডার প্ল্যান্ট বলা হয়ে থাকে। ছোটবড় প্রায় সব নার্সারিতেই এই গাছটি পাওয়া যায় আর এই গাছের দামটাও আছে হাতের নাগালের মধ্যেই।

ঘরের শোভা বাড়াতে গাছ একটি চমৎকার উপকরণ আর আপনি যদি নিয়মিত অল্প পরিচর্যা করেন তাহলে অবশ্যই সৌন্দর্যের সমারোহে ভরে উঠবে আপনার বাড়ি ঘর যা ক্লান্ত দিনের শেষে আপনাকে এনে দিবে স্বর্গীয় প্রশান্তি।

Leave a Comment