লেবুর বহুমুখী ব্যবহার

ভারী খাবার লেবু ছাড়া কি ভাবা যায়? কিংবা প্রচন্ড গরমে এক গ্লাস লেবুর শরবতের অনন্য স্বাদের কথা কল্পনা করুন, পান না করেও এক নিমিষেই একটু প্রশান্তি ছুঁয়ে যাবে আপনাকে। বাজারে অনেক রকম ভেজাল ফলের ভীড়ে লেবু এমন একটি ফল যার কোন ভেজাল নেই। এই ফল যেমন খাওয়া যায় আবার ব্যবহার করা যায় নানান ধরনের কাজে। লেবুকে বলা হয় বিশ্বের সবচেয়ে চমৎকার ফল। আসুন জেনে নিই, লেবুর বিভিন্ন ব্যবহার সম্পর্কে।

সবজি কাটার বোর্ড
আপনার সবজি কাটার বোর্ডটি বার বার নোংরা হয়ে যায়? একে সবসময় পরিষ্কার রাখতে এবং দীর্ঘসময় ব্যবহার উপযোগী রাখতে কাজে দেবে লেবু। অর্ধেকটা লেবু নিন, সেটা বোর্ডে ঘষুন, ১০/১৫ মিনিট রেখে দিন। এরপর ধুয়ে ফেলুন।

ক্লিনার তৈরি করুন
একটি লেবুর সমস্ত রস বের করে নিন। তার সাথে মেলান ১৫০ মিলিলিটার ভিনেগার। রেখে দিন সারা রাত। এই মিশ্রণটি রাখুন একটি স্প্রে বোতলে, ব্যবহার করুন ঘরের বিভিন্ন জিনিস পরিষ্কার করতে।

সাদাকে করুন আরও সাদা
সাদা কাপড়কে আরও উজ্জ্বলতা দিন লেবুর সাহায্যে। লেবু আর বেকিং সোডার মিশ্রণে ডুবিয়ে রাখুম কাপড়টি অনতত আধা ঘন্টা। এরপর দেখুন জাদু!

ত্বকের চর্চায়
লেবুর রস বয়সের ছাপ দূর করতে, অবাঞ্চিত দাগ দূর করতে এমনকি ত্বকে ব্রণের প্রবণতা কমাতে খুবই কার্যকরি। লেবু আর চিনির মিশ্রণ একটি দারুণ স্ক্রাব।

মেনিকিওর
আপনার নখকে স্বাস্থ্যবান এবং সুন্দর রাখতে কিন্তু লেবুর জুড়ি নেই। গরম পানিতে কয়েক ফোঁটা লেবুর রস দিন তারপর সেটি ব্যবহার করুন মেনিকিওর করতে। ব্যাস, হয়ে গেল।

হজমশক্তি বাড়াতে
খালি পেটে এক গ্লাস গরম পানিতে মধু মিশিয়ে পান করা একটি চমৎকার অভ্যাস। এই অভ্যাস আপনাকে হজমের সমস্যা থেকে মুক্তি দেবে, ইমিউনিটি সিস্টেম ভাল রাখবে, বাড়তি মেদ থেকে দেবে মুক্তি।

আরও পড়ুনঃ লবণ পানির অসাধারণ কয়েকটি ব্যবহার

জুতার দূর্গন্ধ দূর করতে
জাতায় প্রায়ই ঘামের দূর্গন্ধ হয়ে থাকে। এই দূর্গন্ধের আছে সহজ সমাধান। লেবুর খোসা রেখে দিন জুতার ভেতর। এক রাতেই গন্ধ পালাবে।

গাছ লাগাতে
লেবুর সমস্ত রস বের করে খোসাটা ব্যবহার করতে পারেন গাছ লাগাতে। অর্ধেক করে কেটে নিন লেবু। এরপর রসসহ বের করে নিন ভেতরের সবকিছু। শুধু খোসাটা রাখুন। এরপর মাটি দিয়ে বীজ বোপন করে দিন। কিছুদিনের মাঝেই পাতা গজাবে।

ক্যান্ডেল হোল্ডার
লেবুটা অর্ধেক করে কেটে নিন। লেবুর রস সহ ভেতরের সব কিছু বের করে ফেলুন। খোসাটাকে বানাতে পারেন আপনার ব্যতিক্রমধর্মী ক্যান্ডেল হোল্ডার।

পোকা তাড়াতে
অর্ধেক করে কাটা লেবুর মাঝে গেঁথে দিন কিছু লবঙ্গ। রেখে দিন ঘরের কোণায়। সহজেই দূর হয়ে যাবে পোকা-মাকড়। রান্না ঘরে পিপড়ার উপদ্রপ আছে এমন সব জায়গায় রেখে দিন এটি। মুক্তি পাবেন পিপড়ার যন্ত্রণা থেকে।

স্টেইনলেস স্টিল পরিষ্কার করতে
লেবুর রসের সাথে বেকিং সোডা মিশিয়ে পরিষ্কার করুন স্টেইনলেস স্টিলের বেসিন। সরাসরি লেবুর রস দেবেন না। লেবুর ক্ষার স্টিলের ক্ষতি করতে পারে।

Leave a Comment